হাবিবুল ইসলাম হাবিব::
টেকনাফে অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, ইলিশ সংরক্ষণে এ অভিযান চালানো হয়েছে।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কবি মোঃ দেলোয়ার হোসেন জানান, ১৯ অক্টোবর সোমবার বিকেলে নৌপুলিশের সহযোগিতায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে মৎস্য আহরণ করার অভিযোগে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
Discussion about this post