নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের রেজু-আমতলী সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে ‘স্থল মাইন বিস্ফোরণে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ।
নিহত মোহাম্মদ জাবের (১৩) কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।
নিহত রোহিঙ্গার সঙ্গে থাকা ব্যক্তিদের বরাতে লে. কর্নেল আলী হায়দার বলেন, কিছুদিন উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে গিয়েছিল।
পরে শনিবার রাতের প্রথম প্রহর ২ টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত দিয়ে ফিরে আসছিল। এ সময় বাংলাদেশের রেজু-আমতলী সীমান্তের ৪০ নম্বর পিলারের ১০০ গজ মিয়ানমার অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে মোহাম্মদ জাবের নামের এক রোহিঙ্গা নিহত হয়।
বিজিবির অধিনায়ক বলেন, পরে শনিবার সকাল ৯ টায় কয়েকজন রোহিঙ্গাকে কাধে বহন করে কাপড় মোড়ানো অবস্থায় একটি বস্তু আনতে দেখে বিজিবির সদস্যরা তল্লাশী চালায়। এ সময় এতে একটি ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।
আলী হায়দার জানান, নিহতের সহযোগিরা জানিয়েছে মিয়ানমার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরার পথে স্থল মাইন বিস্ফোরণে সে নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ
বর্ষার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের...
Discussion about this post