নেপালের আর্মড পুলিশ ফোর্স (এপিএফ) চাংড়ু জেলার বায়াস রুরাল মিউনিসিপ্যালিটি এলাকায় নতুন সীমান্ত চৌকি (বিওপি) নির্মাণ শুরু করেছে। এই বিওপি হবে যেকোন মওসুমে এবং আবহাওয়ায় বসবাসের উপযুক্ত।
স্টেট-অব-আর্ট এই ভবনে ৪০টি রুম থাকবে এবং এক বছরের মধ্যে নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর নির্মাণে মোট খরচ হবে ১০ কোটি নেপালি রুপি।
নির্মাতা কোম্পানি সেখানে হেলিকপ্টারে করে জেনারেটর ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। ঠিকাদার সুরেশ চাঁদ বলেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ হয়ে যাবে।
সরকার একইভাবে বায়াসের কাওয়া ও টিনকারে বিওপি নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে বড় ধরনের উৎসব শুরু হওয়ার আগেই মাহোত্তারি জেলার সীমান্ত এলাকায় বিওপি সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এপিএফ।
রোববার এপিএফ মারুওয়াহিতে নতুন বিওপি স্থাপন করেছে। এখানে ২৫ জন সেনা থাকতে পারবেন। তাদের নেতৃত্বে থাকবেন একজন ইন্সপেক্টর।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post