হাবিবুল ইসলাম হাবিব::
মানসিক রোগিদের তহবিল মারোত এর নিয়মিত আয়োজন মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
০৯ অক্টোবর ২০২০ইং শুক্রবার টেকনাফ শাপলা চত্বর বিসমিল্লাহ ভাতঘর এর সহায়তায় ১৩০ তম দিনের খাবার বিতরণ করার্যক্রম সম্পন্ন হয়েছে।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপদেষ্টা সাইফুল হাকিম, সভাপতি আবু সুফিয়ান,
সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু পাল, জয়েন্ট সেক্রেটারী মোবারক হোসেন, আই সিটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, বস্ত্র-সম্পাদক এমাদুল করিম রনি, অর্থ-সম্পাদক আজিম উদ্দিন, সহ-অর্থসম্পাদক মিরাজ উদ্দিন, সিনিয়র সদস্য নুরুল ইসলাম প্রমুখ।
বিসমিল্লাহ ভাতঘর এর প্রোপাইটার জনাব হারুন অর রশীদ বলেন, আমরা মারোতের সদস্য হয়ে সবসময় কাছাকাছি থাকব। মারোতের অগ্রযাত্রায় সহযাত্রী হয়ে বিসমিল্লাহ ভাতঘর সবসময় মানসিক রোগিদের পাশে থাকবে।
মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বিসমিল্লাহ ভাতঘর এর মতো অন্যান্য ব্যাবসায়ী প্রতিষ্ঠানকেও মারোতের পতাকা তলে আমন্ত্রণ জানান।
মানসিক রোগীদের তহবিল (মারোত)’র সভাপতি আবু সুফিয়ান বলেন, করোনাকালীন লকডাউন থেকে শুরু করে আজ পর্যন্ত ১৩০ তম দিবসের রান্না করা খাবার মানসিক রোগিদের মধ্যে বিতরণ করেন মারোতের স্বেচ্ছাসেবীরা।
Discussion about this post