সমুদ্রকন্ঠ রিপোর্ট
শহরের প্রধান সড়কের প্রশস্তকরণের কাজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। গতকাল ১৮ অক্টোবর রোববার বিকেলে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া বাজার এলাকায় প্রধান সড়ক নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেন কউক চেয়ারম্যান লে.কর্ণেল(অব.) ফোরকান আহমদ। এ সময় তিনি সকলকে আশ^স্ত করে বলেন,আর এস/বিএস খতিয়ান অনুযায়ী রাস্তার দু’পাশের যেটুকু জায়গা রোডস এন্ড হাইওয়ের একোয়ার করা আছে,সেই জায়গাটুকু আমরা ক্লিয়ার করবো। কারো ব্যক্তিগত জায়গা রাস্তার জন্য নেবে না কউক। তবে কেউ যদি স্বেচ্ছায় রাস্তার জন্য জায়গা ছেড়ে দেন,তবে তা সদকায় জারিয়া হিসেবে গ্রহণ করা হবে।
শহরের রুমালিয়ার ছড়ার প্রধান সড়কে রাস্তার জায়গা পরিমাপ করার মধ্য দিয়ে সড়কের প্রশস্তকরণের কাজ শুরু করা হয়।
কউক সূত্রে জানা গেছে,আরো এক সপ্তাহ ধরে প্রধান সড়কের জায়গার পরিমাপের কাজ চলবে।
তাৎক্ষণিক পথসভায় কউক চেয়ারম্যান ফোরকান আহমদ বলেন,কাল থেকে(আজ) প্রধান সড়কে চলাচলকারী সব টমটমের তালিকা করা হবে। প্রতিটা টমটমের মালিক কে? প্রতিটা টমটমের চলাচলের অনুমতি দিয়েছে কে? সব তথ্য যাচাই করা শুরু হবে।
তিনি শহরবাসীর প্রতি অনুরোধ করে বলেন এই রাস্তা নিয়ে যেনো কোনো পলিটিক্স না হয়। সকলের সহযোগিতা না পেলে কাজ করা কঠিন হবে বলে তিনি জানান।
জানা গেছে,কক্সবাজার শহরের হলিডে মোড় হতে বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়কের প্রশস্তকরণের কাজ দুটি অংশে ভাগ করে শুরু হচ্ছে। মোট ৫দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটির হলিডে মোড় হতে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত অংশের প্রশস্তকরণের কাজ রোববার শুরু হলো।
প্রধান সড়কের প্রশস্তকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক লে.কর্ণেল আনোয়ার উল ইসলাম জানান,তারা সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে রাস্তার যে জায়গা বুঝে পেয়েছেন,সেই অনুযায়ী পরিমাপ করা হচ্ছে। রাস্তার জায়গা পরিমাপের সময় কারো স্থাপনা অর্ন্তভূক্ত হলে তা স্থাপনার মালিককে জানানো হচ্ছে।
তিনি বলেন,কারো আপত্তি থাকলে কউক অফিসে তার নিষ্পত্তি করা হবে। কেউ যদি আরএস বিএস মূলে তার দখলী জায়গা নিজের বলে প্রমাণ করতে পারেন,সেখানে কউক হাত দেবে না। এ ব্যাপারে কাউকে অযথা ভীত না হতে এবং বিভ্রান্ত না হতে অনুরোধ জানান লে.কর্ণেল আনোয়ার।