সাতকানিয়ায় মোটরসাইকেল চোরের রডের আঘাতে শফিকুল ইসলাম মিয়া নামে ৩৫ বছর বয়সী এক যুবক মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়া উপজেলার আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভোররাতে মোটরসাইকেল চুরি করে কেরানীহাটের দিকে নিয়ে যাচ্ছিল তিনজন চোর। এ সময় টের পেয়ে এলাকার কয়েকজন চোরের দলকে ধাওয়া করে। একপর্যায়ে এক চোরকে ধরে জিজ্ঞাসাবাদ করার সময় পেছন থেকে অন্য দুই সদস্য এসে লোহার রড দিয়ে আঘাত করে শফিকুলকে। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘মোটরসাইকেল চুরি ও খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযা আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়িঃ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে অংশ হিসাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ে গড়ে উঠা...
Discussion about this post