জসিম উদ্দীন:
কক্সবাজারের কুতুবদিয়ায় স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি পৃথক ধারায় এক লক্ষ ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দেড় বছর কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন ৩২ প্রকাশ আশেক কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্দের পাড়া এলাকার মোঃ শামসুল আলমের ছেলে
রায়ের সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এসময় আসীম আশেক কান্নায় ভেঙে পড়েন।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) এ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান জানান,মামলায় বাদী, ভিকটিম, তদন্তকারী কর্মকর্তাসহ ১২ জন স্বাক্ষীর জবানবন্দি গ্রহণ করে আদালত।
অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৭ এবং ৯(১) ধারায় এ রায় ঘোষণা করেন। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তাকে ১০ হাজার টাকা অার্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রমকারাদন্ড এবং ৯(১) ধারায় ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
তিনি আরও জানান,মামলায় আরোপিত অর্থদন্ড (ক্ষতিপূরণ) আদায় করতে কক্সবাজার জেলা কালেক্টরকে আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও নিলাম বিক্রয় করে বিক্রয়লব্দ অর্থ আদালতে জমা দিতে জেলা কালেক্টরকে নির্দেশনা দিয়েছেন বিজ্ঞ আদালত।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৭ সালের( ৭ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে সাতটার দিকে আসামি নাসির উদ্দিন বাদীর বাড়িতে প্রবেশ ওই স্কুলছাত্রীকে অপহরণ করে স্থানীয় ময়না বর নির্জন স্থানে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে একই দিনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় নাসির উদ্দিনকে আসামী করে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ০৬/২০১৭। দীর্ঘ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা কুতুবদিয়া থানার তৎকালীন এসআই জয়নাল আবেদীন ২০১৮ সালের (১৯ এপ্রিল) বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র (চার্জসিট) দেন (জিআর মামলা নং-১২৩/২০১৭)।
আদালত অভিযোগ পত্র আমলে নিয়ে একই বছর( ২৪ অক্টোবর) আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বাদি, ভিকটিমসহ ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। চুড়ান্ত যুক্তিতর্ক শেষ বৃহস্পতিবার চুড়ান্ত এ রায় প্রদান করেন আদালত।
Discussion about this post