শেফাইল উদ্দিন নিজস্ব প্রতিনিধি::
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১১ নভেম্বর বিকাল ৪টায় ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাযায়,ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি এম নাছির উদ্দিন জয় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এমইউপির সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুর ছিদ্দিক, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ইসলামাবাদ ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক মোঃ আবছার কামাল।
এছাড়া ইসলামাবাদ ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post