শেফাইল উদ্দিন নিজস্ব প্রতিনিধি::
ককসবাজার সদর উপজেলার ঈদগাওতে সন্তানের মারধরে ৮০ বছরের বৃদ্ধ পিতা জালাল আহমদ গুরুতর আহত হয়েছে। ১৩ নভেম্বর বিকাল ৪ টায় ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, ঈদগাও দক্ষিন মাইজ পাড়া এলাকার বৃদ্ধ জালাল আহমদকে তার নিজ সন্তানেরা লাঠি ও হাতুড়ি দিয়ে মেরে গুরতর আহত করে। স্থানীয় লোকজন ও অন্য ছেলেরা তাকে উদ্ধার করে ঈদগাও মডেল হাসপাতালে ভর্তি করে। আহত বৃদ্ধ জালাল আহমদ জানান তার ছেলে জয়নাল, শহিদুল্লাহ,সানাউল্লাহ, নুরুল কবির হাতুড়ি ও লোহার রট দিয়ে তাকে মারে। অন্য ছেলেরা এগিয়ে আসলে তাদেরকে হুমকি দেয়। এ সময় মেয়ে তানিয়া আক্তার এগিয়ে আসলে তাকে মারধর করে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার নুরুল হকের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।
Discussion about this post