মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার বিকাল ১৬:৩০ মিনিটে উখিয়া থানার ফোর্সের সহযোগীতায় এনএসআই এর একটি টিম বালুখালীর ক্যাম্প-৯ এর জি-২ ব্লকের সামনে থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে।
আটককৃত মো আইয়ুব আলী(২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ই, বি১৮ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে বলে নিশ্চিত করেছেন এনএসআই’র যুগ্ন-পরিচালক কক্সবাজার (দক্ষিণ)।
তিনি জানান, আটক আসামি মো আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদকালে জড়ীত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছিল। সোমবার ৪ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হবে।
নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর
সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের...
Discussion about this post