সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেডিপ্লাস ডি এস কোম্পানির কর্মকর্তা(এম আর) আনোয়ার হোছাইন (৩৫) নিহত হয়েছেন।গতকাল (২২ নভেম্বর) রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বাসটার্মিনাল বিএডিসি খামার সংলগ্ন ( বাসটার্মিনালের পরে বিজিবি ক্যাম্পের আগে)সড়কে এ ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোছাইন বগুডা জেলার আদমদীঘির তবিবুর রহমানের ছেলে।শাফায়েত নামে এক ব্যক্তি জানান,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএডিসি খামারের পাশে সড়কে ছুরিকাহত এই ব্যক্তিে দেখে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাকে বুকে ও শরিরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করাহয়।তিনি ২ মাস আগে কক্সবাজার মেডিপ্লাস কোম্পানির এমপিও হিসেবে যোগদান করেন। জানা যায় ইতিপূর্বে মেডিপ্লাসের আরো দুই কর্মকর্তা একই স্থানে এই ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে প্রাণে বেঁচে গিয়েছিলেন।খবর নিয়ে জানা যায়, খুরুশকুলের জসিম নামের এক ব্যক্তিসহ আরো অনেকে একই স্থানে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Read more