কক্সবাজার কারাগারে এক কয়েদি আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা নামের ঐ কয়েদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি কক্সবাজার সদরে। কক্সবাজার জেলা কারাগারের সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা (২৫) নামের এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের সুপার জানান, কয়েদি মোস্তফা একটি মারামারি মামলার আসামী। রবিবার আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার সন্ধ্যায় কারাগারের ভেতরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ
বর্ষার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের...
Discussion about this post