সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ অবশেষে শহরের বাস টার্মিনাল হতে কলাতলী পর্যন্ত বাইপাস সড়কের চার লেনের কাজ প্রায় শেষ করতে চলেছে। এতে সড়কটি সুপরিসর হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে চার লেন করার পরও কি রাস্তা প্রশস্তকরণের সুফল জনগণ পাবে? বাইপাস রোডের পাশে প্রতিদিন অর্ধশত যাত্রীবাহী বাস পার্কিং করে রাখা হয়। বাইপাশের রাস্তাটি প্রশস্তকরণের সুফল ভোগ করছেন বাস মালিকেরা। তাদের বাস রাখার উপযুক্ত জায়গা পেয়ে, তারাও যেনো খুশী।
এভাবে যদি অবৈধ পার্কিং বন্ধ না হয়, বাইপাস সড়কটি আগামীতে অঘোষিত বাস টার্মিনালে পরিণত হবে।
উল্লেখ্য, উন্নত বিশ্বে যানবাহন রেজিস্ট্রেশন করার সময় একটা শর্ত জুড়ে দেওয়া হয়। তা হলো গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে।
সেটা নিজস্ব পার্কিং? না ভাড়া করা পার্কিং? উল্লেখ করতে হবে। পার্কিংয়ের সুবিধা না থাকলে রেজিস্টেশন দেওয়া হয় না। অথচ, বিআরটিএ এ নিয়ে মাথা ঘামায় না। বাইপাস রোডটির কর্তৃপক্ষ কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগও অবৈধ বাস পার্কিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। জবাবদিহিতার জায়গাটা কেন জানি দিন দিন সংকুচিত হয়ে আসছে!
-(সূত্র ও ছবি-আবু মোশেদ চৌধুরীর ফেসবুক পোস্ট।)
সেন্টমার্টিনে ট্রলারডুবিঃ ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ -১০
সেন্টমার্টিনে ট্রলারডুবিঃ ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ -১ টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে...
Discussion about this post