সংবাদদাতা ॥
উন্নয়ন কাজ বন্ধ করতে কতিপয় শ্রমিক নেতা নামধারীরা হরতাল করার পায়তারা করছে বলে জানা যায়।
কক্সবাজারবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কিছু দিন আগে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্ত করে উন্নয়ন কাজ শুরু করেন। এই উন্নয়ন কাজ বন্ধ করতে কতিপয় স্বার্থান্বেষী মহল শুরু থেকে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এবার কতিপয় শ্রমিক নেতা নামধারীরা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে গুজব ছড়িয়ে মঙ্গলবার কক্সবাজার শহরে টমটম মালিক ও শ্রমিকদের দিয়ে হরতাল করার ষড়যন্ত্র করছে বলে শহরের টমটম মালিক ও গেরেজ সূত্রে জানা যায়।
এই বিষয়ে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকানের সাথে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে, তিনি জানান, রাস্তার উন্নয়ন হবে তবে পুরো রাস্তা বন্ধ করে নয়। একপাশের উন্নয়ন শুরু করলে একপাশ দিয়ে যানবাহন চলাচল করবে। তবে রাস্তায় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবেনা। যাত্রী উঠা নামার জন্য শহরে চলাচলরত বিভিন্ন যানবাহন মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে নির্দিষ্ট কিছু পয়েন্ট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।
তিনি আরো জানান, আগামী (১১ নভেম্বর) বুধবার কক্সবাজার শহরের যানবাহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসার দিন ধার্য্য করা হয়েছে। নির্ধারিত বৈঠকে মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে সকলের সুবিধার্থে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত মতে রাস্তার উন্নয়ন কাজের পাশাপাশি শহরে চলাচলরত রিকশা, টমটম, সিএনজি চলাচল করবে। পুরো রাস্তা বন্ধ করে উন্নয়ন কাজ করার যে গুজব ছড়ানো হচ্ছে তা মিথ্যা বলে তিনি দাবী করেন।
কক্সবাজারের সচেতন মহল মনে করেন, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান একজন অভিজ্ঞ, দক্ষ ব্যক্তি। তিনি কক্সবাজারের সন্তান। কক্সবাজারকে নিয়ে তিনি যে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। তার কিছু কিছু অংশ বাস্তবায়ন করেছেন। সম্পুর্ন বাস্তবায়ন যেদিন হবে সেদিন আমাদের প্রাণের কক্সবাজার একটি আধুনিক পর্যটন শহর হিসাবে পরিচিতি পাবে। তাঁর প্রতি এই বিশ্বাস ও আস্থা কক্সবাজারের সাধারণ মানুষের রয়েছে বলে অভিমত প্রকাশ করেন, কক্সবাজারের সচেতন মহলের পক্ষে এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, দৈনিক কক্সবাজার ৭১ এর সম্পাদক মণ্ডলীর সদস্য আলহাজ্ব রুহুল আমিন সিকদার এবং বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ শহীদুল্লাহ( মেম্বার)।
আজ ( ১০ নভেম্বর) মঙ্গলবারে কক্সবাজার শহরে যে হরতালের গুজব ছড়ানো হচ্ছে। তা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক শুরু করা প্রধান সড়ক উন্নয়ন কাজ বন্ধের জন্য ষড়যন্ত্রেরই একটি অংশ বলে মনে করেন কক্সবাজারবাসী ।
এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু বলেন, শুরু থেকেই কক্সবাজার বাসীর দুঃখ শহরের প্রধান সড়কের উন্নয়ন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। শত ষড়যন্ত্রের মাঝেও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাস্তা প্রসস্থ করণ ও উন্নয়ন কাজ শুরু করেন। আমরা এই সড়কের উন্নয়ন কাজ বিরোধী কোন ধরনের ষড়যন্ত্র সহ্য করবোনা। ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে প্রয়োজনে শহরবাসীদের সাথে নিয়ে রাজপথে নামার হুশিয়ারী উচ্চারণ করেন।
কক্সবাজার শহরবাসীর একটিই দাবী, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান যেন সড়কের জায়গার অবৈধ দখলদারদের অনৈতিক আবদার রক্ষা না করেন এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সড়ক প্রসস্থ করণে কাউকে যেন ছাড় দেওয়া না হয়। সচেতন কক্সবাজার শহরবাসীর এই একটিই দাবী কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের কাছে।
কক্সবাজারের সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, যারা কক্সবাজার শহরস্থ টমটম গেরেজ এবং টমটম মালিকদের ভূল বুঝিয়ে (১০ নভেম্বর) মঙ্গলবার হরতাল করার পায়তারা করছেন তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, হরতালের নামে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের বিরুদ্ধে গুজব ছড়িয়ে চলমান রাস্তার কাজ বন্ধ করার ষড়যন্ত্র পরিহার করুন।
অন্যথায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কক্সবাজারের আপামর জনসাধারণ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে ।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post