নিজস্ব প্রতিবেদক::
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারাগেলেন বীর মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শাহজাহান।
রবিবার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কক্সবাজার জুড়ে শোকর ছায়া নেমে আসে। মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সবার কাছে একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এক মেয়ে , দুই ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে বাহারছড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আবসার জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের ভাগ্নে ও জামাতা প্রফেসর মইনুল হাসান পলাশ জানান, করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ২৮ অক্টোবর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহীন আব্দুর রহমান জানিয়েছেন, রবিবার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় সদর হাসপাতালের করুণা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার রামু সদর আসনের সংসদ সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বিপিএম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।
Discussion about this post