কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কক্সবাজার থেকে মিনিট্রাকে করে ইয়াবাগুলো নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলো দুই পাচারকারী। আটক দুইজন হলো- মনির ও সুমন। তারা মিনিট্রাকের চালক ও সহকারী বলে জানা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
সিআইডি চট্টগ্রামের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, আটক দুইজন জানিয়েছে- তারা কক্সবাজার থেকে খাদিজা নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে নারায়ণগঞ্জে শাহজাহান নামে আরেকজনের কাছে নিয়ে যাচ্ছিলো। খালি মিনিট্রাক নিয়ে মনির ও সুমন নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার গিয়েছিল ইয়াবা নিয়ে আসার জন্য।
নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর
সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের...
Discussion about this post