নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের দরিয়া নগরের বড়ছড়ায় চিহ্নিত এক দল সন্ত্রাসীদের হামলায় মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার বকুলসহ একই পরিবারের আটজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করে।
ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর রাত ১১ টার সময় দরিয়া নগরের বড়ছড়া পয়েন্টে। এসময় সন্ত্রাসীরা বকুলের পরিবারের বেশ কয়েক জনকে ছুরিকাহত করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইলফোন ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
জানা যায়, কাউন্সিলর বকুলের মেঝ ভাই দরিয়া নগরের বাসিন্দা আনোয়ার সওদাগরের এর সাথে সন্ত্রাস মামুন বাহিনীর মামুনের সাথে বিতর্ক হয়। বিষয়টি কাউন্সিলর নাছিমা বকুলকে বিচার করিয়ে দিতে বলে ডেকে নিয়ে যান সন্ত্রাসীরা । নাছিমা আক্তার বকুল ঘটনাস্থলে গিয়ে মামুন ও আনোয়ারের সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে মামুন ও তার বাহিনীর লোক জন অস্ত্র নিয়ে হামলা চালায় এই সময় কাউন্সিলর বকুল আঘাতপ্রাপ্ত হলে তাঁর স্বজনে এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসী মামুন বাহিনী।এতে তারা আহত হন।
আহত কাউন্সিলর নাছিমা আক্তার বকুল জানান, তিনি ও তাঁর পরিবারের ওপর পরিকল্পিত হামলা চালাতে সন্ত্রাসীরা আগ থেকে ওৎপেতে থাকে।তিনি পৌছার সাথে সাথে ওই এলাকার মামুন ও তার বাহিনীর রাসেদ,জাহিদ,সাপু,আজিজসহ ৪০-৫০ জন সন্ত্রাস দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তিনি এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
Discussion about this post