কলেজে থাকতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাঁজা খেতেন বলে এক রেডিও অনুষ্ঠানে স্বীকার করেছেন। গত বছর ফেব্রুয়ারিতে রেডিও’র এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি কখনও গাঁজা খেয়েছেন।
জবাবে কমলা বলেন, ‘আমি গাঁজা খেয়েছি।’ এরপরই তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি একটা গোপন খবর ফাঁস করে দিলাম।’ ‘দ্য ব্রেকফাস্ট ক্লাব রেডিও শো’ নামক ওই অনুষ্ঠানে কমলা আরও বলেন, আমার পরিবারের অর্ধেক এসেছে জ্যামাইকা থেকে, আপনি আমার সঙ্গে দুষ্টমি করছেন না তো’?
হ্যারিস বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গাঁজা বৈধ হোক এটা অনেক ডেমোক্র্যাটরা চান। এটা তাদের উৎফুল্ল করে। আর আমরা চাই পৃথিবী উৎফুল্ল থাকুক। হবে কমলা হ্যারিস সর্বত্র গাঁজা বৈধ করার পক্ষে নন বলে জানিয়েছেন।
১৯৮৬ সালে হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে মানবিক বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হ্যাসটিং কলেজ অব ল থেকে ডিগ্রি নেন। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস। তার বাবা হ্যারিস একজন জ্যামাইকান-আমেরিকান স্বনামধন্য অর্থনীতিবিধ।
ছাগলের চামড়ার জুতার দাম ৪৩ লাখ টাকা
সম্প্রতি এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা...
Discussion about this post