কক্সবাজারের চকরিয়ার হারবাং স্টেশনে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় টিনশেড একটি মার্কেটের ৭ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার(১৩নভেম্বর) ভোর রাত ৪টার দিকে এই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। কোথায় থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায় নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা করছেন।
স্থানীয়রা জানান, এই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা হতে পারে। দোকানের ভেতরে কেউ ছিল না বলে কোন মানুষের হতাহত হয়নি।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে বেকারি, মুদির দোকান, মোবাইল সামগ্রীর দোকান, কুলিং কর্ণার, সেলুন এবং ফলের দোকান। ক্ষতিগ্রস্থ দোকানদাররা কোন মালামাল বের করতে পারেনি।
খবর পেয়ে চকরিয়া ফায়ারসার্ভিস পৌছে যায় ঘটনা স্থলে এবং ৩৫-৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ব্যাপারে চকরিয়া ফায়ারসার্ভিসের ইনচার্জ আবুল মনসুর চৌধুরী মুটোফোনে জানান, “সাতটা দোকান পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুনের সুত্রপাত কোথায় থেকে তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারবো।”
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post