কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে তার বাবা আবদুর রকিম বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনের নাম উল্লেখপূর্বক ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। আশা করি শীঘ্রই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব।
উল্লেখ্য, শনিবার রাতে বাড়ি থেকে সোহেলকে ডেকে নিয়ে হাতুড়ি ও ধামা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে জানায় পরিবার। আর বিরোধপূর্ণ জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষে সংঘর্ষে সোহেল মারা যায় বলে জানায় পুলিশ। ঘটনার পর একজনকে গ্রেফতার করা হয়।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post