চট্টগ্রামের সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত হয়েছেন। ব্যান্ড রেনেসাঁর অন্যতম একজন সদস্য তিনি।
নকীব খানের করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সম্প্রতি অসুস্থ বোধ করছিলেন নকীব খান। পরে তার করোনা টেস্ট করা হয়। গতকাল রিপোর্টে কোভিড ১৯ পজেটিভ এসেছে। বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’
নকিব খানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে। ১৯৫৩ সালের ১৮ মার্চ সম্ভ্রান্ত এক পরিবারে জন্ম তাঁর। বাবার নাম আইয়ুব খান। তিন ভাইয়ের সবাই ব্যান্ড সঙ্গীতের সাথে যুক্ত।
নকীব খান দেশের কিংবদন্তি ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। একজন সুরকার, গীতিকার ও গায়ক হিসেবেও সমাদৃত তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি গানগুলো।
শিবকে ‘কনডম পরিয়ে’ বিতর্কে কলকাতার অভিনেত্রী
কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষের পুরনো একটি টুইট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যেখানে, তার অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গকে কনডম পরানোর ছবি...
Discussion about this post