চীনের মূল ভূখন্ডে নতুন ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই আনহুই প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। স্থানীয় সময় মঙ্গলবার এই নতুন সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে, বাকি ১৬ জন বহিরাগত।
এ বছরের জানুয়ারিতে চীনের উহান প্রদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৬ হাজারেরও বেশি মানুষ। সংক্রমণ শুরুর কয়েক মাসের মধ্যে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে চীন। এপ্রিলে দেশটি করোনার সংক্রমণ এতটাই নিয়ন্ত্রণে আনে যে এরপর কোন মাসে চীনে একজন মানুষও আক্রান্ত হয়নি। এরপর জুন, আগস্ট, অক্টোবর ও চলতি মাসের কিছু কিছু দিনে অনেককেই করোনা আক্রান্ত হতে দেখা গেছে।
সবশেষ মঙ্গলবার ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে চীনে। করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছে চার হাজার ৬৩৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৮১ হাজার ২৮৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ৪২২জন।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post