শেফাইল উদ্দিন, নিজস্ব প্রতিনিধি ::
ককসবাজার সদর উপজেলার জালালাবাদে রাতের অন্ধকারে মসজিদের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ১১ অক্টোবর রাতে ইউনিয়নের পুর্ব লরাবাক হোছাইনিয়া ছৈয়দিয়া জামে মসজিদে ঘটে এ ঘটনা। এ ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে মসজিদের দাতা সদস্যবৃন্দ।
অভিযোগ ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানাযায়, জালালাবাদ পুর্ব লরাবাগ হোছাইনিয়া ছৈয়দিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ২ টি বড গাছ আছে। গাছগুলোর উপর লোলোপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি চক্রের। স্থানীয় রমজান আলী,মাহবুব আলম, আশেক উল্লাহর নেতৃত্ব রাতের অন্ধকারে গাছ ২টি কাটার পর খবর পেয়ে এলাকার লোকজন এসে হাতেনাতে ধরে ফেলে। এ চক্রটি এলাকার লোকজনকে হুমকি ধমকি দিলে এলাকাবাসীরা আরো জড়ো হতে থাকে।এক পর্যায়ে মসজিদের দাতা সদস্যগন এগিয়ে এসে এলাকার লোকজনদের নিবৃত করে। এ ঘটনায় জালালাবাদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে মাষ্টার মুহাম্মাদ সিরাজুল হকসহ অন্যান্য দাতা সদস্যগন। অভিযোগে আরো জানাযায়, এর আগে ও এদের বিরুদ্ধে মসজিদের সুপারি ও মসজিদ থেকে ডাম্পার নিয়ে রাতের অন্ধকারে গাছ কাটার বিচার শালিশ হয়েছিল। এ ব্যাপারে দাতা সদস্য মাষ্টার সিরাজুল হকের সাথে কথা বললে তিনি গাছ কাটা এবং অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের মোবাইলে বার বার রিং দিয়ে ও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে।
Discussion about this post