বিশেষ সংবাদদাতা॥
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামের স্থানীয় এক যুবক খুন হয়েছে৷ স্থানীয়দের ধারণা দল ত্যাগের দ্বায়ে হত্যা কান্ড সংঘটিত হতে পারে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শালবাগান ২৬ নং ক্যাম্পের সংলগ্ন এলাকায় স্থানীয় আবুল হাশিমের বাড়ীর উঠানে এঘটনা ঘটে৷
নিহত যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবুল বশরের ছেলে।
নিহতের চাচা আবুল হাশিম জানান, সকাল ১১টায় জকির ডাকাতে নেতৃত্বে ৭/৮ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা অতর্কিত ভাবে অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাড়িতে এসে শুক্কুরকে টেনে-হেছড়ে ঘর থেকে বাহির করে তিনটি গুলি করে ক্যাম্পের দিকে চলে যায়৷ এতে ঘটনা স্থলেই শুক্কুর নিহত হয়।
টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে ক্যাম্পে দায়িত্বতর ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। তবে প্রাথমিক ভাবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ কোন মন্তব্য করতে নারাজ।
এদিকে স্থানীয়দের দাবী, নিহত ব্যক্তি বিগত সময়ে রোহিঙ্গা জকির ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য ছিলো। কিন্তু কয়েক মাস পূর্বে সে ডাকাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এতে জকির ডাকাতের মনে তার প্রতি সন্দেহ সৃষ্টি হয়। সম্প্রতি আইনশৃংখলা বাহিনী জকির ডাকাতের আস্তানায় কয়েক দফা অভিযান চালানোর পেছনে শুক্কুরের হাত থাকতে পারে বলে এমন সন্দেহ থেকেই তাকে হত্যা করা হতে পারে।
এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এছাড়া পুলিশ ও এবিপিএন যৌত ভাবে খুনিদের আটকে অভিযান অব্যাহত রেখে বলে জানিয়েছে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post