তৃতীয় দফায়ও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের। তবে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি আন্দরকিল্লার বাসায় অবস্থান করছেন।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার তৃতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, ‘আজ সকালে চমেকের বিএমএ বুথে নাছির ভাইয়ের করোনা পরীক্ষা করা হয়। তৃতীয় দফায়ও তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি আন্দরকিল্লার বাসায় অবস্থান করছেন।’
প্রথম দফায় গত ৩ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দিন। একই দিনে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হলে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা উপসর্গ নিয়ে তিনি ৮ দিন চিকিৎসা নেওয়ার পর ১১ নভেম্বর সকাল ১০টায় নগরীর পার্ক ভিউ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। তবে তখনও তিনি করোনা পজিটিভ ছিলেন। পরে বুধবারের তৃতীয় দফার করোনা পরীক্ষায়ও সাবেক মেয়রের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযা আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়িঃ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে অংশ হিসাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ে গড়ে উঠা...
Discussion about this post