মাত্র একদিনের ব্যবধানে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের।
রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা নিশ্চিত হতে তারা দুজনই পুনরায় পরীক্ষা করান। সেই ফলাফলে তাদের করোনা নেগেটিভ আসে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
তিনি বলেন, আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের করোনা নিশ্চিত হতে দ্বিতীয়বারের মতো পরীক্ষা করান। এতে দুজনেরই ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে তারা দুজন আইইডিসিআরে নমুনা দেন। সেখানে দুজনেরই ফলাফল পজিটিভ এসেছিল।
জানা যায়, প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। গতকাল বিকালে তাদের ফলাফল পজিটিভ আসে। এরপর তারা দুজন হোম কোয়ারেন্টাইনে থাকেন। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। বিষয়টি আরও নিশ্চিত হতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব আবারো কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নমুনা দেন। সেখানে আজ রোববার সন্ধ্যায় তাদের ফলাফল নেগেটিভ আসে।
২৫ দিন মর্গে পড়েছিল লাকিংমে চাকমার মরদেহ
অবশেষে চাকমা কিশোরী লাকিংমে চাকমার (১৫) মরদেহ পাচ্ছেন তার বাবা লালা অং চাকমা। বাবা ও স্বামীর পরিবারের দ্বন্দ্বের কারণে আইনি...
Discussion about this post