আমিনুল ইসলাম,নাইক্যংছড়ী::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমারের সিমান্তের আশার তলী হতে আনুমানিক -৩ কোটি টাকা মূল্যের – ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। সাতে ২ পাচারকারীকে আটক করে পুলিশ আটককৃতরা হলো মো: ফারুখ (৩৫) ও মরিয়ম খাতুন (৩০)। তারা দু’জনই স্বামী -স্ত্রী । সোমবার৩০নভেম্বার রাত সাড়ে ১০ টায় এ সব স্বর্ণ উদ্ধার করে সীমান্তের আছাড়তলী সীমান্ত পয়েন্ট থেকে।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,এ চালানটি মিয়ানমার থেকে চোরাই পথে পাচার হয়ে এপারে আসার পথে জব্দ করা হয়।
থানার’ অভিযানকারী কর্মকর্তা থানা’র ওসি (তদন্ত) বিল্লাল হোসেন সিকদার বলেন এ চালানে ২৮টি স্বর্ণের বার রয়েছে। যা মিয়ানমার থেকে পাচার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিলো।
Discussion about this post