নারী উদ্যোক্তাদের জন্য ‘ভালো পরিবেশের, দেশের তালিকায় একদম তলানিতে বাংলাদেশ। মাস্টারকার্ড ইনডেক্স অব ওমেন এন্টারপ্রিনিউরস (এমআইডব্লিউই)- এর ২০২০ সালের র্যাংকিংয়ে বাংলাদেশের নাম দেখা গেছে ৫৮ নাম্বারে। জিডিপিতে অনেক পিছিয়ে থাকা আফ্রিকার দেশ উগান্ডার অবস্থান ৪৩তম।
এ বছর বাংলাদেশের স্কোর একটু বাড়লেও সার্বিক অবস্থান এক ধাপ নেমেছে। বিশ্বব্যাংক, আইএলও এবং ইউনেসকো থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে চার বছর ধরে ৫৮টি দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা এমআইডব্লিউই সোমবার (২৩ নভেম্বর) জানিয়েছে, চলতি বছর সবচেয়ে বেশি উন্নতি করেছে ইসরায়েল।
বাংলাদেশের অবস্থান আগের বছর ছিলো ৫৭ তম স্থানে। এ বছর ৩৫.৪ স্কোর থেকে উন্নত করে ৩৬.৪ স্কোর হয়েছে।
নারীদের জন্য ক্ষুদ্র ব্যবসার পরিবেশে বিস্ময়কর উন্নতি করেছে ইসরায়েল। এ বছর নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে টপকে ৭৪.৭ স্কোর করে শীর্ষে রয়েছে।
যুক্করাষ্ট্র সেই আগের মতোই দুই নম্বরে। এবার স্কোর ৭৪.০। ১১ থেকে তিনে চলে এসেছে সুইজারল্যান্ড, স্কোর ৭১.৫। এক নম্বর থেকে চারে চলে গেছে নিউজিল্যান্ড, তাদের স্কোর ৭০.১।
এবার শীর্ষ দশে ঢুকেছে পোল্যান্ড (পঞ্চম), সুইডেন (অষ্টম) এবং স্পেন (দশম)।
সবচেয়ে কঠিন দেশের তালিকায় শেষ সাতটি দেশ তুরস্ক, সৌদি আরব, তিউনিশিয়া, ইরান, মিশর, আলজেরিয়া এবং বাংলাদেশ।
তালিকার শেষ তিনটি দেশের (মিশর, আলজেরিয়া এবং বাংলাদেশ) পরিস্থিতিকে অত্যন্ত কম স্কোরের বলা হয়েছে। এর জন্য কট্টর সমাজ ব্যবস্থাকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশের পরিস্থিতি: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কে উদ্বৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিক অর্থে চলতি বছর অধিকাংশ দেশের নারীদের শেয়ার স্থিতিশীল রয়েছে। তবে হাতেগোনা যে কয়েকটি দেশে নারীদের শেয়ারের হার বেড়েছে তার মধ্যে বাংলাদেশ একটি। গত বছর ছিলো ৪.৩ শতাংশ, এবার সেটি ৪.৫ শর্তাংশ।
প্রতিবেদনের ‘ওমেন বিজনেস ওনারশিপ, পরিচ্ছেতে বলা হয়েছে, ব্যবসায় মালিকানার হার এই সময়ে তুলনামূলক কম উন্নত অর্থনীতির দেশ উগান্তা এবং ঘানায় বেশ উপরের দিকে।
বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও কম। কর্মজীবী বয়সী নারীতের হার ৩১ শতাংশ, সেখানে ৮১ শতাংশ পুরুষ।
প্রতিবেদনটির তথ্য অনুযায়ী ব্যবসায় নারী নেতৃত্বেও বাংলাদেশ অনেক পিছিয়ে। দেশে ১০ থেকে ২০ শতাংশ ‘বিজেনেস লিডার, আছেন।
ভোটকেন্দ্রের মতো হবে করোনার টিকাকেন্দ্র
শীতের তীব্রতার কারণে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাই অনেকেই শঙ্কা নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন কোভিড-১৯ পরীক্ষা করাতে। ছবিটি...
Discussion about this post