বাঁশখালী থানার বিশেষ অভিয়ানে ১৫ হাজার ৩ শত পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনের ব্যবহারকৃত অটোরিক্সা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার রামুথানাধীন ঈদগড় চরপাড়া ৭ নং ওয়ার্ডের ছৈয়দ কাসিমের স্ত্রী রামিছা বেগম (২২), চকরিয়া থানাধীন সোয়া জাইন্যা পাড়া মৃত নবী হোসেনের স্ত্রী জহুরা বেগম (৫০), এবং অপর আসামী হল পেকুয়া থানাধীন সুতি পাড়া ৫ নং ওয়ার্ডের উকিল আহাম্মদের পুত্র মো: নাছির (৪০)
২৩ নভেম্বর সোমবার ৩ টা ৩০ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি টু পেকুয়া প্রধান সড়ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, এস আই নাজমুল হক ও এসআই দীপক কুমার সিংহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুইছড়ি ইউনিয়নের বাশঁখালী টু পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে ওলকচুর ভিতরে বিশেষ কায়দায় পলিথিন দ্বারা লুকানো অবস্থায় সিএনজি অটোরিকশায় বহন করার সময় ১৫,৩০০পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে। আজকে মাদক পাচার কালে অভিনব কায়দায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।
প্রেম করে বিয়ে, স্বামী আত্মগোপন করায় খাগড়াছড়িতে নববধূর আত্মহত্যা!
খাগড়াছড়ির মানিকছড়ি থেকে জেসমিন আক্তার (২৫) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে...
Discussion about this post