বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত করোনা পরীক্ষার অংশ হিসেবে শনিবার খেলোয়ার এবং কর্মকর্তা-কর্মচারীরা করোনা পরীক্ষা করান। তাতে জেমি ডে’র করোনা পজিটিভ আসে।
করোনা সনাক্তের পর আইসোলেশনে আছেন জেমি ডে। তবে শারিরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তিনি। গত ১২ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জেমির অধীনেই ২-০ গোলের দারুণ জয় পায় বাংলাদেশ।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের জয় নির্ধারণী খেলার আগে এবং পাশাপাশি দোহাতে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের খেলার আগে এমন সংবাদ বাংলাদেশ দলের জন্য এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এদিকে, করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে আজ (রবিবার) আরও একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক কর্মকর্তা জানিয়েছেন।
দলের প্রধান কোচ জেমি ডে অনুপস্থিতিতে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ পরিচালনা করবেন বলে জানা গেছে।
Los poliamorosos tienen su misma empleo desplazГЎndolo hacia el pelo resulta una de las superiores webs sobre citas En Caso De Que buscas algo absolutamente diferente o te gustarГa “compartir”
Los poliamorosos tienen su misma empleo desplazГЎndolo hacia el pelo resulta una de las superiores webs sobre citas En Caso...
Discussion about this post