গাজীপুরের টঙ্গীতে বাসের হেলপারকে পিটিয়ে অণ্ডকোষ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ট্রাফিক সার্জেনের বিরুদ্ধে। অভিযুক্ত ঐ সার্জেন্টের নাম আনোয়ার জাহিদ মিলন। মঙ্গলবার সকালে (৩ নভেম্বর) গাজীপুর বাসস্ট্যান্ড এলকায় এ ঘটনা ঘটলে দায়িত্বরত সার্জেন্ট বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা চালায়। পরে সন্ধায় বিষয়টি জানাজানি হয়।
আহত হেলপারের নাম রুবায়েত (৪৫)। তিনি জামালপুরগামী রাজিব পরিবহনের হেলপার হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রী নামাতে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। পরে সেখানে দ্বায়িত্বরত ট্রাফিক সার্জেন আনোয়ার জাহিদ বাসটিকে একটু সামনে থামতে নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে লাঠি দিয়ে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপারের অণ্ডকোষে আঘাত করে সার্জেন্ট আনোয়ার। এতে রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয়রা আহত হেলপার রুবায়েতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়।
অভিযুক্ত সার্জেন্ট আনোয়ার জাহিদ মিলন বলেন, ঘটনাটি সকালে ঘটেছে। হেলপারকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
টঙ্গীর ট্রাফিক পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম জানান, হেলপারকে মারতে গেলে অসাবধান বসত তার অণ্ডকোষে লেগে যায়। চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে পরিমাণ আঘাত সে পেয়েছে তার চেয়ে বেশী অভিনয় করেছে।
কুষ্টিয়ার এসপির দুর্ব্যবহারের অভিযোগ, বিচার চাইলেন ম্যাজিস্ট্রেট
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) এস এম...
Discussion about this post