ফরিদপুর সদর আসন থেকে বিএনপির নির্বাচিত সাবেক এমপি ও একাধিকবারের মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত চার দিন আগে নিউমোনিয়াজনিত অসুখে ঢাকার এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরপর তার শরীরে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের সন্তান চৌধুরী কামাল ইবনে ইউসুফের অসুস্থতাজনিত খবরে পারিবারিক ও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সুস্থতা কামনা করছেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার জ্যেষ্ঠকন্যা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আবদুর রউফ, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, রেজাউল ইসলাম, এমটি আক্তার টুটুল, গোলাম মোস্তফা মিরাজ, বেনজির আহমেদ তাবরীজ, রেজোয়ান ইসলাম তরুণ, একেএম কিবরীয়া স্বপন, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিমুল হাসান কায়েস, শাহরিয়ার শিথীল, রাকিবুল ইসলাম রাকিবসহ নেতাকর্মীরা দোয়া কামনা করেছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুরোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।
কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
২৫ দিন মর্গে পড়েছিল লাকিংমে চাকমার মরদেহ
অবশেষে চাকমা কিশোরী লাকিংমে চাকমার (১৫) মরদেহ পাচ্ছেন তার বাবা লালা অং চাকমা। বাবা ও স্বামীর পরিবারের দ্বন্দ্বের কারণে আইনি...
Discussion about this post