লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারত চলমান সংঘাতের মধ্যেই চীনের একটি রেলপ্রকল্প ঘিরে নয়াদিল্লি-বেজিং সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। চীন সরকারের সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের ঘোষণা ঘিরে নতুন এই টানাপড়েন শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নয়াদিল্লির তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া না জানালেও, গোটা বিষয়ের উপর নজর রাখছে ভারত।
এই রেল প্রকল্পে নতুন রেললাইন তৈরির কাজ শুরু হবে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে তিব্বতের লিনঝি পর্যন্ত। এই লিনঝি নিয়েই বিতর্ক রয়েছে। অরুণাচল সীমান্তের খুব কাছে লিনঝি। অরুণাচল প্রদেশ ভারতের অংশ হলেও বেইজিং তাকে তিব্বতের অংশ বলে দাবি করে। প্রকল্পের কাজ এগোলে নয়াদিল্লি তা নিয়ে আপত্তি তুলতে পারে জানিয়েছে আনন্দবাজার।
সিচুয়ান-তিব্বত রেলপথে দু’টি টানেল, একটি ব্রিজ এবং ইয়ান-লিনঝি সেকশনের বিদ্যুৎ সরবরাহের দরপত্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে চীনা রেলওয়ে। তাড়াতাড়ি এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে চেংডু থেকে তিব্বতের লাসা যাওয়ার সময় ৪৮ ঘণ্টা থেকে কমে ১৩ ঘণ্টা হবে।
নতুন এই প্রকল্পটির মোট দূরত্ব ১ হাজার ১১ কিলোমিটার। ট্রেনগুলি চলবে ১২০ থেকে ২০০ কিলোমিটার গতিবেগে। প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ৪ হাজার ৭৮০ কোটি আমেরিকান ডলার।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post