কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সবার মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সব দপ্তরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিএসএফের বুলেটে আবারো বাংলাদেশি নিহত
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে রাবার বুলেট ছুঁড়ে আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ...
Discussion about this post