যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের অনেকগুলো আসরে বেশ কিছু আইন হওয়া না হওয়ার পক্ষেও ভোটাভুটি হয়ে থাকে।
এবারের নির্বাচনের নিউ জার্সির ভোটাররা ব্যাপকভাবে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার পক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসি।
এর মানে হলো যুক্তরাষ্ট্রের ১২তম অঙ্গরাজ্য হিসেবে নিউ জার্সিতে গাঁজা বৈধ হবে। ৬৭ শতাংশ ভোট পেয়েছে এবং সবগুলো কাউন্টিতে সমর্থন পেয়েছে। নিউ জার্সির এই সিদ্ধান্তের পরে জানা যাচ্ছে যে, অ্যারিজোনাতেও প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বৈধ করার একটি প্রস্তাব পাস হতে যাচ্ছে।
এদিকে সাউথ ডাকোটাতে বিনোদনমূলক এবং মেডিকেল ক্ষেত্রে গাঁজার অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ভোটাররা। একই সঙ্গে দুই ক্ষেত্রেই গাঁজা অনুমোদন পেতে যাওয়া এটিই প্রথম মার্কিন অঙ্গরাজ্য। আরও দুই রাজ্যে গাঁজার অনুমোদনের জন্য ভোট দিয়েছেন মার্কিন নাগরিকরা। মনটানায় বিনোদনমূলক এবং মিসিসিপিতে মেডিকেল ক্ষেত্রে। তবে এখনো এ দুই রাজ্যের ফলাফল জানা যায়নি।
প্রসঙ্গত, চিকিৎসা ও শিল্পখাতে ‘গাঁজা ব্যবহার’ করার অনুমতি দিয়েছে বিভিন্ন দেশ। দেশটির জনগণ প্রয়োজনে চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা ব্যবহার করতে পারবেন। শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজা-সংশ্লিষ্ট পণ্যের ব্যবহার এবং দেশ কিভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা নিয়ে তারা কাজ করছে।
ছাগলের চামড়ার জুতার দাম ৪৩ লাখ টাকা
সম্প্রতি এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা...
Discussion about this post