নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস থেকে অভিযান চালিয়ে অবৈধ চেরাই কাঠ উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিম। এসময় অবৈধ কাঠ বহন করার দায়ে (চট্ট মেট্রো -ড ১১ -২৩২১) ডাম্পারটিকেও জব্দ করা হয়েছে।
উত্তর বনবিভাগের স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী বিষয়টি নিশ্চিত করে সমুদ্রকন্ঠকে বলেছেন,গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর ভোরে তাঁর নেতৃত্বে স্পেশাল টিম রামুর বাইপাসে অবস্থান নেয়।এসময় ইট বর্তি একটি ডাম্পারকে ধাওয়া করলে চালক ডাম্পারটি ফেলে পালিয়ে যায়।পরে ডাম্পারটি চেক করলে ভেতরে চেরাই কাঠের সন্ধান মেলে। যার আনুমানিক পরিমান হল ২৫০ ঘনফুট। বিধিমোতাবেক বন মামলা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
Discussion about this post