বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান রাশিয়ার খাবারভস্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান বিমানটির চারটি টার্বোপ্রপ ইঞ্জিনের মধ্যে দুটিই বিকল হয়ে পড়ায় এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে এটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় খাবারভস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরপদে অবতরণ করতে সক্ষম হয়।
বিমানটির ক্ষয়ক্ষতি এখনো নিরূপন করা যায়নি।
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিক ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফরেটর মধ্যে সি-১৩০ই ও সি-১৩০জে হারকিউলিস প্রধান।
আমেরিকার লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ হারকিউলিস হলো চার ইঞ্জিনের টার্বোপ্রপ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এসব বিমান অপ্রস্তুত রানওয়েতে ওঠা-নামা করতে পারে। সি-১৩০ এয়ারক্রাফটগুলো মূলত সেনা, চিকিৎসা সরঞ্জাম ও কার্গো পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।
বিএসএফের বুলেটে আবারো বাংলাদেশি নিহত
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে রাবার বুলেট ছুঁড়ে আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ...
Discussion about this post