লোহাগাড়ার চুনতি জাঙ্গালীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃতরা হল- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির মধ্যম বাইশছড়ি আহম্মদ হোসেনের পুত্র মো. মিজানুর রহমান (২০) ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার মৃত বদরুজ্জামানের পুত্র শামছুল আলম (৫২)।
গত শনিবার (৭ নভেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর
সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের...
Discussion about this post