লোহাগাড়ায় বাড়ির টিন কেটে আনন্দ মোহন ধর (৬৫ ) নামে এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে।
বুধবার(২৫ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার উত্তর আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক লিটন ধরকে আটক করেছে পুলিশ নিহত আনন্দ মোহন ধর ওই এলাকার মৃত শচীন্দ্র ধরের পুত্র।
প্রতিবেশী আখি ধর জানান ঘটনার দিন রাত ১০ টার দিকে আমার শশুরকে রাতের খাবার দিয়ে বাড়িতে চলে আসি। সকালে ঘুম থেকে না উঠায় দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির দরজার পাশে টিন কাটা রয়েছে।
ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় লিটন তার বাবাকে ধারালো দা দিয়ে মুখে দা চাপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঘাতক লিটনের স্ত্রী ঝিনু ধর জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও নেশাগ্রস্ত ছিল। আমি বারণ করলে আমাকে উল্টো নির্যাতন করতো।
নিহতের ভাই মিটন ধর জানান, আমি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম শহরে থাকি। আমার ভাই লিটন একজন মাদকাসক্ত।এই নিয়ে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে একবার থানায় অভিযোগও করেছিলাম৷ সকালে আমার চাচাত ভাইয়ের মধ্যামে খবর পেয়ে বাড়িতে এসে দেখি এই ঘটনা।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুছ জানান, সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ছেলেটি নেশাগ্রস্থ বলে প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারলাম।প্রায়শই সে তার পিতাকে মারধর করতো। আজ সকালে সে তার পিতাকে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে গেছে।
ঘটনাটি খুবই মর্মান্তিক, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাদকাসক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক লিটন কে আটক করেছি। এবং লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আমারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
কুষ্টিয়ার এসপির দুর্ব্যবহারের অভিযোগ, বিচার চাইলেন ম্যাজিস্ট্রেট
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) এস এম...
Discussion about this post