নারায়ণগঞ্জে বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাক্কু হেলিকপ্টারে চড়ে বরযাত্রা করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী কলাপাড়া গ্রামে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। ওই পথ পাড়ি দিতে হেলিকপ্টার ভাড়া করেন বর।
বরের নাম সাখাওয়াত হোসেন সাক্কু। বিশনন্দী কলাপাড়া গ্রামে খোকন মিয়ার ছেলে। সাখাওয়াত বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সাখাওয়াত বিয়ে করতে যান পাশের আড়াইহাজার পৌরসভার মুকুন্দি গ্রামে। ওই গ্রামের হেলালউদ্দিনের মেয়ে শাহীনুর আক্তার হ্যাপীর সঙ্গে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদ মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন বর সাখাওয়াত হোসেন সাক্কু। দুপুর পৌনে ৩ টায় হেলিকপ্টারটি সেখান থেকে কনের বাড়িতে রওনা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফেরেন সাখাওয়াত।
এমন ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাদী মেহেদীর মালিক খোরশেদ হাজীর ভাতিজার বিয়েতে আনন্দ করতে তারা এমন আয়োজন করেছেন।
ছাগলের চামড়ার জুতার দাম ৪৩ লাখ টাকা
সম্প্রতি এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা...
Discussion about this post