করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)।
শুক্রবার হুইপ নিজে ফেইসবুকে এক পোস্টে এ কথা জানিয়ে লিখেছেন, “আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।”
জয়পুরহাটের এই সংসদ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষ্যে করোনাভাইরাস পরীক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, মো. শহীদুজ্জামান সরকার, নুরুজ্জামান বিশ্বাস, নাদিরা ইয়াসমিন জলি এবং তাহমিনা বেগম এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলামের করেনাভাইরাস পজিটিভ হওয়ার খবর দেয় সংসদ সচিবালয়।
সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যরা ছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে।
২৫ দিন মর্গে পড়েছিল লাকিংমে চাকমার মরদেহ
অবশেষে চাকমা কিশোরী লাকিংমে চাকমার (১৫) মরদেহ পাচ্ছেন তার বাবা লালা অং চাকমা। বাবা ও স্বামীর পরিবারের দ্বন্দ্বের কারণে আইনি...
Discussion about this post