নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আজ। বর্ণাঢ্যভাবে এই অনুষ্ঠান পালিত হয়েছে সারাদেশ সহ কক্সবাজারেও। কক্সবাজার জেলা যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে
ঝিলংজা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বিশাল মিছিল সহকারে যোগদান করেন। বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে সারাদিন ছিল কক্সবাজার জেলা জুড়ে নেতাকর্মীদের মিটিং মিছিল ও আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদেরও দেখা যায়। তাই পিছিয়ে ছিলনা কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন যুবলীগও।
ঝিলংজা ইউনিয়ন যুবলীগের সমন্বয়ক সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান সিকদার, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল, সাবেক ছাত্রনেতা আব্দু শুক্কুর খন্দকার ও জুয়েল সিকদারের নেতৃত্বে এই মিছিল কক্সবাজার জেলা যুবলীগের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মিছিল সহকারে যোগদান করেছে বলে জানা গেছে।
Discussion about this post