কক্সবাজার থেকে আরো এক হাজার রোহিঙ্গাকে দু’এক দিনের মধ্যেই ভাসানচরে স্থানান্তর করবে সরকার। সংশ্লিষ্ট কর্মকতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। এর আগে গত চৌঠা ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।
পরবর্তিতে ধাপে ধাপে আরও রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রায় ৫ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছে।
Discussion about this post