হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহম্মদ শফিকে হত্যার অভিযোগে মাওলানা মামুনুল হকসহ ৩৬জনকে আসামী করে চট্টগ্রামের আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
বৃৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-৩ এর বিচারক শিবলু কুমার দের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী আল্লামা শফির শ্যালক মাইনুদ্দিন।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ।
মামলায় বাদি অভিযোগ করেন, আল্লামা আহমদ শফিকে গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে ‘শাহাদাত’ বরণ করতে বাধ্য করা হয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে থেকে তার খাবার, ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। আল্লামা আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
Discussion about this post