কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে ঠিকাদার নিয়োগের ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে এক হাজার ৫৬৮ কোটি টাকা।
বুধবার (৩০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির ভার্চুয়াল বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ছয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলনে বলেন, আজকের বৈঠকে আটটি প্রস্তাব উত্থাপন করা হলেও সড়ক ও জনপথ বিভাগের দুইটি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া টেবিলে চাল কেনার একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
আবু সালেহ মোস্তফা কামাল জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের ঠিকাদার নিয়োগের ক্রয়প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এম/এস সিওয়াইডব্লিউইবি ও সিসিইসিসি এক হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকায় এ কাজটি করবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আরেক প্রস্তাবে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) (তৃতীয় সংশোধিত) পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৮৯৫ টাকা। কাজটি পেয়েছে কোরিয়ার হাল্লা কনস্ট্রাকশন কোম্পানি। বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
Discussion about this post