আমিনুল ইসলাম, নাইক্যংছড়ী ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে ৩হাজার ৫শ ১০ পিস ইয়াবা ও ৫৫ লাখ টাক মুল্যের ৬টি স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
অাটককৃতরা হলেন উখিয়া থানা’র হলুদিয়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদ অালমের ছেলে ১। রফিক উদ্দিন( ২৪) চট্রগ্রাম রাঙ্গুনিয়া চন্ডী সওদাগর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু বাবুল বিশ্বাসের ছেলে ২।নারয়ন বিশ্বাস (৩৩)
রবিবার (২০) ডিসেম্বর সকাল ৯টায় ও সাড়ে দশটার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া ও দক্ষিন ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে স্বর্ণ ও ইয়াবাসহ দুই জনকে অাটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন প্রতিবেদক কে জানান পাচার কারি গড় ফাদার দের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনির সদস্য দের সতর্কার কারনে মদক, স্বর্ণ, সহ চোরা কারবারিরা
আটক হচ্ছে।
সংবাদ প্রেরক
আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
০১৭৭৭৬৯৮৩৭৭/০১৮১৬৯০৫০০৭
Discussion about this post