মোঃ আরাফাত সানী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে (বৃহসপতিবার) ২৪শে ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে টেকনাফ অবস্থানরত হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে আয় বর্ধক প্রশিক্ষণের আওতায় আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সামগ্রী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন. টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত ইসলাম, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান ও সাংবাদিক বৃন্দ। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে বলেন হিজড়া তৃতীয় লিঙ্গের আল্লাহর সৃষ্টি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অগ্রাধিকার দিয়েছেন। অনুষ্ঠান শেষে হিজড়া (তৃতীয় লিঙ্গেদের) সনদ ও কম্বলসহ সেলাই সামগ্রী বিতরণ করা হয়।