দেশে নারী মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। মাদকবিরোধী সংস্থা-মানসের হিসেব বলছে, বর্তমানে সারাদেশে প্রায় ১ কোটি মাদকাসক্ত রয়েছে। যার মধ্যে ২০ লাখই নারী। বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের নারীদের মাঝে মাদকাসক্তির হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের মাদক গ্রহণের হার বৃদ্ধি সমাজের জন্য অশনি সংকেত।
বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়া তরুণীর জীবনের গল্প অন্য রকম হতে পারতো। কিন্তু মাদকের ছোবল তার জীবনের সব কিছু উলোট পালোট করে দিয়েছে।
এই তরুণীর মত উচ্চবিত্ত পরিবারের অনেকেই শখের বসে, এমনকি স্বামীর মাধ্যমেও মাদক আসক্ত হয়ে পড়ছেন।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানসের জরিপ বলছে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি মাদকাসক্ত রয়েছে। যার মধ্যে নারী মাদকাসক্তের সংখ্যা ২০ লাখ। তাদের হিসেবে, ১০ বছর আগেও নারী মাদকাসক্তের সংখ্যা ছিলো মাত্র ৫ লাখ।
আইসিডিডিআরবি’র জার্নাল অব হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশনের জরিপে বলা হয়েছে, দেশে বর্তমান মাদকাসক্তের সংখ্যা প্রায় ৮০ লাখ। যার মধ্যে নারী মাদকাসক্তের সংখ্যা ১৫ লাখের বেশি।
গবেষকরা বলছেন, বিভাগীয় শহরের উচ্চবিত্ত পরিবারের নারীদের মধ্যে মাদকাসক্তির হার বেশি। এদের মধ্যে কেউে কেউ মাদক ব্যবসায়ও জড়িয়ে পড়ছেন। আর মাদকসেবনের ফলে নারীদের মাঝে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছেন তারা।
মনোবিজ্ঞানীরা বলছেন, মাদক গ্রহণের ফলে নারীরা পুরুষের তুলনায় মানসিকভাবে বেশি বিষণœ হয়ে পড়ে। নারীদের শারীরিক ঝুঁকিও বেশি।
নারীদের মাদকাসক্ত হওয়ার পেছনে পারিবারিক জীবনের হতাশা অনেকাংশে দায়ী বলে জানান এই মনোবিজ্ঞানী।
নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর
সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের...
Discussion about this post