বিপন্ন এশিয়ান হাতি সংরক্ষণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলন নামের একটি সংগঠন। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন থেকে এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় এবং জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
দুর্বৃত্তদের হাতে বিপন্ন এশিয়ান হাতি মারা পড়ার কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে প্রজাতিটি দ্রুত কমে যাচ্ছে উল্লেখ করে সংগঠনটি বিপন্নপ্রায় হাতির এই প্রজাতি রক্ষায় পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
পাঁচ দফার দাবির মধ্যে আছে–হাতি হত্যাকারীদের আইনের আওতায় আনা, বনের ভেতরে হাতির পানি ও খাবারের উৎস এবং চলাচলের পথ সংরক্ষণ করা, হাতির নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বন কর্মকর্তাদের অবহেলার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও প্রাণী কল্যাণ আইনের যথাযথ প্রয়োগ এবং হাতির বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা।
কর্মসূচির আহ্বায়ক এনামুল মিঠু বলেন, ‘বিদ্যুতায়িত করে, গুলি করে, বিষ দিয়ে হাতি হত্যা করা হয়। যেভাবে এর সংখ্যা হ্রাস পাচ্ছে, এক দশকের মধ্যেই এটি বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা জীববৈচিত্র্য ও বন্য পরিবেশ রক্ষায় এই প্রজাতিটিকে বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’
Discussion about this post