কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারী বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা পাচ্ছে না উচ্চ আদালত। শুধু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথবা তদন্ত চলছে তাদের তথ্যই দেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম। তিনি জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দেশের সাথে করা চুক্তির তথ্যও দেয়া হবে।
সোমবার সন্ধ্যায় উচ্চ আদালতে আটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষ এ তথ্য জানান তিনি।
উত্তর আমেরিকার দেশ কানাডায় শতশত বাংলাদেশির টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী। যা বেগমপাড়া নামেই পরিচিত। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে জানান, বেগমপাড়ার ২৮টি কেস অনুসন্ধান করেছে তার দপ্তর। বিশ্লেষণে দেখা গেছে, অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা। আছেন রাজনীতিক ও ব্যবসায়ীরাও।
অর্থ পাচারকারীদের তালিকা ও তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে স্বপ্রণোদিত হয়ে গত ২২ নভেম্বর রুল জারি করেন উচ্চ আদালত। যার জবাব দিতে হবে ১৭ ডিসেম্বর।
জবাব তৈরিতে সবপক্ষকে নিয়ে সোমবার বিকেলে বৈঠকে বসেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সংস্থার প্রতিনিধিরা জানা, জবাব দেয়ার জন্য প্রস্তুত তারা। কীভাবে জবাব দেয়া হবে সে নির্দেশনা দেন আটর্নি জেনারেল।
উচ্চ আদালতকে কী জানাবেন, এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী খুরশিদ আলম বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তার একটি প্রতিবেদন তৈরি করেছে দুদক।
কতজন বাংলাদেশি বেগমপাড়ার বাসিন্দা তার তথ্য দুদকের কাছে নেই। অন্য সংস্থার প্রতিনিধিরাও অ্যাটর্নি জেনারেলকে এমন তথ্য দেননি।
এদিকে বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজী হন নি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর প্রধান কর্মকর্তা।
গত ২২ নভেম্বর রুল জারি করে শুনানিকালে আদালত বলেন, যারা অর্থ পাচার করছে, তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করছে বলেও মনে করেন আদালত।
আদালত বলেন, ওই ব্যক্তিরা কীভাবে অর্থ পাচার করল, কীভাবে ওই টাকায় বাইরে বাড়ি তৈরি করল, তা অবশ্যই জানা দরকার। তা না হলে এই অপরাধ কমবে না।
আদালত বলেন, দেশে থাকবে, দেশে পড়াশোনা করবে, অথচ দেশকে ঠকিয়ে দেশের টাকা বাইরে নিয়ে যাবে, এটা হতে পারে না। একজন মানুষের দেশপ্রেম থাকলে এটি কখনোই হতে পারে না।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে, এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, কানাডায় টাকা পাচার করে বাড়িঘর বানিয়েছে এরকম ২৮টি ঘটনা আছে। তবে এর মধ্যে রাজনীতিবিদ মাত্র চারজন। বাকিরা সরকারি কর্মচারি ও পোশাক খাতের ব্যবসায়ী।
নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর
সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের...
Discussion about this post